গুগল এডসঃ পর্ব-১
গুগল এডসঃ পর্ব-১
গুগল এডস ২০০০ সালে Google adwords নামে আত্মপ্রকাশ করলেও ২০১৮ সালে রি-ব্রান্ডিং করে হয়ে যায় Google Ads.
গুগল এডস গুগলের একটি পেইড মার্কেটিং প্লাটফর্ম যা সাধারণত মার্কেটিং অন্যতম মাধ্যম ppc(pay per click) নামে পরিচিত। যার ফলে একজন এডভার্টাইজার cost per thousands impression (cpm) এর জন্য পে করে। ফেইসবুক এডস তাদের কিছু প্লাটফর্মের মধ্যে সীমাবদ্ধ থাকলেও গুগল তাদের প্লাটফর্মের বাইরেও যেকোনো ওয়েবসাইটে এড দেখাতে সক্ষম হয়। সবচেয়ে বেশি এড দেখানো হয় সার্চ ইন্জিনে, ইউটিউবে, জিমেইল ও ওয়েবসাইটে। গুগল এডস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ
- ২০০৫ সালে গুগল নিয়ে আসে Google display network (GDN)
- ২০০৬ সালে লোকাল সার্চ এডস চালু করে যাতে নিজ এলাকা টার্গেট করে এডস রান করা যায়।
- ২০০৭ সালে DoubleClick একটা কোম্পানি কিনে নেয় যাতে এডভান্স লেভেলের এডস সার্ভিস প্রদান করা যায়।
- ২০০৮ সালে ভিডিও এডস চালু করে, যা ইউটিউবেও শো করে।
- এরপরে ২০০৯-১৮ পর্যন্ত এডস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে।
- ২০১৮ সালে রি-ব্রান্ডিং করে হয়ে যায় Google Ads.
গুগল এডস এর প্রয়োজনীয়তাঃ
- গুগল এডস সবচেয়ে বেশি ব্যবহার করা হয় Brand awareness এর ক্ষেত্রে। একটা ব্রান্ডের পরিচিত বৃদ্ধি করতে গুগল এডস সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে।
- সবচেয়ে বেশি রিচ বৃদ্ধি করে
- একটা ব্রান্ডের বিশ্বস্ততা(loyalty) বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে
- স্পেসিফিক কাস্টমারের কাছে স্পেসিফিক এড দেখায়
- সেলস বৃদ্ধি সহায়তা করে
এছাড়া কিছু পরিসংখ্যান জেনে নিইঃ
- ৫১% কাস্টমার কিছু কেনার আগে গুগলে অবশ্যই সার্চ করে দেখে
- ৩৫% কাস্টমার গুগলে সার্চ করে প্রথমে যেসব ওয়েবসাইট আসে তাদের কাছ থেকে বারবার শপিং করে।
- ৪৩% কাস্টমার ইউটিউব এডস এ ক্লিক করে প্রোডাক্ট কেনার চেষ্টা করে।
- গুগলে প্রতিমাসে ডিসপ্লে এড থেকে ১৮০ মিলিয়ন ইম্প্রেশন পাওয়া যায়।
- গুগলে প্রতি মাসে ৩ বিলিয়নের বেশি ব্যবহারকারী থাকে
- প্রতি সেকেন্ডে ৯৯,০০০ মতো সার্চ করা হয়।
- প্রতিদিন ৮.৫ বিলিয়ন সার্চ করা হয়।
- প্রতি বছর ২ ট্রিলিয়নেরও বেশি সার্চ করা হয় গুগলে।
বিজনেস ও ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিয়মিত টিপস ও আপডেট পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন এবং জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে