ক্ষুদ্র বা অতিক্ষুদ্র ব্যবসা গ্রো করার জন্য ৩টি টিপস
ক্ষুদ্র বা অতিক্ষুদ্র ব্যবসা গ্রো করার জন্য ৩টি টিপসঃ
দেশে অসংখ্য উদ্যোক্তা আছে যারা শুধু মাত্র ফেইসবুক পেইজের মাধ্যমে অনলাইন বিজনেস করে। তাদের জন্য শর্টকাট ৩টি টিপস নিয়ে আসলাম আজকে
Show Your Face: অনলাইনে ব্যবসা করার পাশাপাশি আপনার বর্তমান ও সম্ভাব্য অডিয়েন্সের সাথে বিশ্বস্ততা গড়ে তুলতে অবশ্যই আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে। আপনার ব্যবসার যেকোনো টিম মেম্বার হলেও আসতে হবে। অর্থাৎ Behind The business দিয়ে ছবি বা ভিডিও দিতে পারেন, টিম মেম্বার ছবি দিয়ে পোস্ট করতে পারেন, লাইভ করতে পারেন ইত্যাদি। এতে আপনার সাথে আপনার অডিয়েন্সের বিশ্বস্ততা গড়ে উঠবে।
Improve Client Journey: কাস্টমারের সাথে মাঝে মধ্যে যোগাযোগ রাখতে পারেন। তাদের সাথে আপনার কথা বলার ধরনে-ই তারা আপনাকে মনে রাখবে। এজন্য এমনভাবে কাস্টমার ম্যানেজমেন্ট করুন যাতে তারা আপনাকে মনে রাখে, আপনার পেইজে কথা বললে যেন তারা সন্তুষ্টি পায়।
Know Who You Serve: যখন সেলস এর সময় আসবে তখন আন্দাজে মার্কেটিং করা থেকে বিরত থাকুন। গ্রুপে, পেইজে, প্রোফাইলে পোস্ট দিয়ে বসে আছেন এই আশায় যে কেউ একজন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। পোস্ট করবেন তবে অবশ্যই আপনার টার্গেট অডিয়েন্স বরাবর। সঠিক অডিয়েন্সের কাছে সঠিক অফার শো করুন।
বিজনেস ও ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিয়মিত টিপস ও আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে
আপনার অনলাইন বিজনেস ও ফেইসবুক এডস নিয়ে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি নিতে পারেন এখানে