Preloader
img

মার্কেটিং মানে আপনার ব্যবসার লাইফটাইম ইনভেস্টমেন্ট

মার্কেটিং মানে আপনার ব্যবসার লাইফটাইম ইনভেস্টমেন্ট

মার্কেটিং এ অর্থ খরচ করতে কখনও ভয় করা উচিত না, কার্পণ্য করা উচিত না। এটা একটা চলমান প্রসেস, এটা আপনার ব্যবসার জন্য লাইফটাইম ইনভেস্টমেন্ট।

"Don't be afraid to spend money on marketing "

উদাহরণ, আপনি ৫০ ডলারের একটি এড রান করলেন সেলস এর উদ্দেশ্যে। আপনার সেল হলো না তবে যথেষ্ট লিড এসেছে, অনেক রিয়েল কাস্টমার মেসেজ করেছে। অন্যদিকে ৫০ ডলারের এড রান করার ফলে আপনি অধিক পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাতে পেরেছেন, তারা আপনার লিংকে ক্লিক করেছে। তারা আপনার পটেনশিয়াল কাস্টমার হওয়ার সম্ভাবনা বেশি। যদি তাদের মধ্যে অল্প কিছু পরবর্তীতে আপনার কাস্টমার হয় তাহলে তাঁদের সূত্র ধরে পরবর্তীতে আরো হুবহু অডিয়েন্সের কাছে যেতে পারতেছেন আপনি।

যারা ওয়েবসাইটের মাধ্যমে সোস্যাল মিডিয়ায় মার্কেটিং করে তাদের ডলার খরচ কখনও বৃথা যায় না। কোন কাস্টমার যদি ওয়েবসাইট ক্যাম্পেইন দেখার পর কয়েক সেকেন্ডের জন্য হলেও এড টি দেখে বা লাইক দেয় বা ক্লিক করে বা মেসেজ করে বা ল্যান্ডিং পেইজের যেকোনো অপশনে ক্লিক করে তাহলে ঐ কাস্টমার লাইফটাইমের জন্য তাদের সেলস ফানেলে প্রবেশ করে ফেলেছে। ঐ কাস্টমার প্রোডাক্ট কিনুক বা না কিনুক, তাকে তো পরবর্তীতে অসংখ্যবার রিটার্গেটিং করবে, সেই সাথে তার মতো অসংখ্য কাস্টমারকে (lookalike audience) পরবর্তীতে এডস দেখাইতে পারবে।

যারা শুধু পেইজের মাধ্যমে মার্কেটিং করেন তারাও পারবে। এক্ষেত্রে একটি এড একাউন্ট থেকে শুধু মাত্র একটি পেইজের জন্য এডস রান করতে হবে। রিটার্গেটিং এর জন্য কমপক্ষে ৩ মাস অপেক্ষা করতে হবে। এর আগে করতে চাইলে বেশি বাজেটের এডস রান করে অডিয়েন্স জমা করতে হবে। তবে যাই বলেন এক্ষেত্রে ওয়েবসাইট ক্যাম্পেইনের মতো একুরেট ডাটা কখনও পাবেন না।

সো, মার্কেটিং এ নিয়মিত ইনভেস্ট করুন। কোন কাস্টমার না বুঝলে তাকে বিষয়টি বুঝান। আপনি যদি কোন অনলাইন ব্যবসায়ীকে কোন টিপস দিতে চান তাহলে এই টিপস দিতে পারেন অর্থাৎ মার্কেটিং না করে টাকা সেইভ করা মানে ঘড়ির কাঁটা থামিয়ে সময় সেইভ করা। 

বিজনেস ও ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিয়মিত টিপস ও আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে

আপনার অনলাইন বিজনেস ও ফেইসবুক এডস নিয়ে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি নিতে পারেন এখানে