মেটা বিজনেস ম্যানেজার ইস্যু প্রো টিপস
প্রো টিপসঃ মেটা বিজনেস ম্যানেজার টেকনিক্যাল ইস্যু
ফেইসবুক বিজনেস এর প্রধান সোর্স হচ্ছে বিজনেস ম্যানেজার একাউন্ট। অন্যভাবে বলতে গেলে ফেইসবুক বিজনেস এর প্রাণকেন্দ্র এটা। এটা ছাড়া আপনি কোনভাবেই ফেইসবুকে এডস রান করতে পারবেন না। এই বিজনেস ম্যানেজার নিয়ে অনেকে নানারকম অজানা সমস্যায় পড়ে থাকেন। তাই এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেইসবুক ইনসাইট এর কিছু প্রো টিপস শেয়ার করলামঃ
- বিজনেস একাউন্ট ক্রিয়েট করার আগে অবশ্যই আপনার ফেইসবুক প্রোফাইলের সাথে আইডি কার্ডের নাম মিল রেখে নাম পরিবর্তন করে ফেলুন। যদি নাম আগে থেকে মিল থাকে তাহলে বেশ ভালো।
- বিজনেস একাউন্ট বা মেটা বিজনেস পোর্টফলিও ক্রিয়েট করার সাথে সাথে রেস্ট্রিকটেড হয়ে যায়। তবে চিন্তা কিছু নেই কারণ এটা আপনার সিকিউরিটির জন্য অটোমেটিক হয়ে থাকে। আপনার ১ং পয়েন্ট যদি ঠিক থাকে তাহলে রিকুয়েষ্ট রিভিউ তে আইডি কার্ড সাবমিট করলে ৫-১০মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে।
- বিজনেস একাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এড একাউন্ট ক্রিয়েট না করে কিছু সময় গ্যাপ দিয়ে বা ২৪ ঘন্টা পর ক্রিয়েট করলে ভালো। এক্ষেত্রে ফেইসবুকের Unusual activity সিস্টেম থেকে বাঁচতে পারবেন।
- এড একাউন্ট ক্রিয়েট করার পর সাথে সাথে পেমেন্ট মেথড এড না করে কিছু সময় পর এড করতে পারেন।
- আপনার মেইন পেমেন্ট মেথড তথা কার্ডটি ভিন্ন ভিন্ন ডিভাইস, লোকেশন থেকে এড না করে একটি ডিভাইস ও একটি/দুটি নেটওয়ার্ক থেকে এড করলে ভালো হয়। যে ওয়াইফাই আপনি নিয়মিত ব্যবহার করেন ১বা ২টি সেগুলো ব্যবহার করতে পারেন। তবে পাবলিক ওয়াফাই ব্যবহার থেকে বিরত থাকবেন আরকি।
- আপনার বিজনেস একাউন্টে মিনিমাম ৩জন এডমিন রাখার চেষ্টা করুন।
- যদি সম্ভব হয় আপনার অরিজিনাল ডকুমেন্টস দিয়ে আপনার বিজনেস একাউন্ট টি ভেরিফাইড করতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নই।
কী মনে হয়! কথাগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না? অনেক বছর ধাক্কা - লস খাওয়ার পরে এই অভিজ্ঞতা গুলো হয়েছে। তাই বছরের পর বছর সবাইকে সতর্ক করে আসছি আমি। আশাকরি কাজে আসবে।
বিজনেস ও ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিয়মিত টিপস ও আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে
আপনার অনলাইন বিজনেস ও ফেইসবুক এডস নিয়ে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি নিতে পারেন এখানে