Preloader
img

পেইজে বা গ্রুপে বা এডস এর কনটেন্ট লেখার ক্ষেত্রে কিছু নিয়ম

পেইজে বা গ্রুপে বা এডস এর কনটেন্ট লেখার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে পারেন!

আমরা প্রতিনিয়ত বিজনেস পেইজে পোস্ট করি, আবার সেই পোস্ট দিয়ে এডসও রান করি।এক্ষেত্রে দেখা যায় আপনার কনটেন্ট কোয়ালিটির কারণে এডস বা পোস্ট টা তেমন বেশি রিচ হচ্ছে না। ঠিক তেমনি সোস্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপের ক্ষেত্রেও কিছু নিয়ম ফলো করে কন্টেন্ট লেখার চেষ্টা করলে পোস্ট টি মান সম্মত হয়, ফেইসবুক এড পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স না হওয়ার সম্ভাবনা থাকে।

পেইজে বা গ্রুপে বা এডস এর কনটেন্ট লেখার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে পারেনঃ

  • পোস্ট লেখার সময় গ্রামারের( ব্যাকরণ) সঠিক নিয়ম ফলো করে লেখা এবং সঠিকভাবে বিরামচিহ্ন ব্যবহার করা, অতিরিক্ত বিরামচিহ্ন ব্যবহার না করা।
  • আমরা লেখার সময় অনেক ক্ষেত্রে মাত্রাতিরিক্ত কিছু প্রতীক(symbol) ব্যবহার করে থাকি,তবে এরকম না লিখলে ভালো। যেমনঃ £[™}♪ ✔️❌ ⚠️⬆️↗️ ইত্যাদি।
  • লেখার সময় সব অক্ষর বড় হাতের অক্ষরে লিখা থেকে বিরত থাকা ভালো। যেমনঃ THE BEST CAFE
  • আপত্তিকর শব্দ লেখা যাবে না কিংবা কোন আপত্তিকর প্রতীক ব্যবহার করা যাবে না।
  • সেনসিটিভ বা সোস্যাল বিহেভিয়ার এর আঘাত হানে এরকম হেডলাইন ব্যবহার না করা। যেমনঃ Get the best f***ing T-shirts
  • কল টু একশনে বাটনে অতিরিক্ত প্রতীক ব্যবহার না করা।
    যেমনঃ♧ ♥ ♡ ♢ ♢ Buy now ♔ ♕ ♚ ♛
  • এমনকি পোস্ট লেখার ক্ষেত্রেও এইধরনের( ♧ ♡ ♢ ♢ ♔ ♕ ♚ ♛ ⚜) প্রতীক অতিরিক্ত ব্যবহার না করা ভালো। তবে আমার পরামর্শ একবারে ব্যবহার না করা।
  • বিভিন্ন ভাষা বা প্রতীক মিশ্রিত করে কন্টেন্ট বা হেডলাইন না লিখা।যেমনঃ Whÿ wónt yòu clîck mé?

মিনি টিপসঃ পেইজ থেকে সরাসরি বুস্টিং ডিস্টিং না করে এডস ম্যানেজার থেকে অডিয়েন্স ক্রিয়েট করে এড রান করুন। তবে পেইজ থেকেও সরাসরি বুস্ট করতে পারবেন কিন্তু এডস ম্যানেজার থেকে একটু সুবিধা পাওয়া যায় আরকি। আর কুপন ব্যবহার থেকে বিরত থাকুন।

ফেইসবুক এডস পলিসি নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে