ফেইসবুকে ফিশিং এর শিকার হলে কী করবেন?
যদি আপনি ফেইসবুকে ফিশিং এর শিকার হোন তাহলে কী করবেন? হলে
ফিশিং হলো সোশাল ইঞ্জিনিয়ারিং নামক প্রতারণার একধরনের কৌশল । ইন্টারনেটের ভাষায় ফিশিং (Phishing) বলতে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য - ইত্যাদি সংগ্রহ করাকে বোঝানো হয়ে থাকে। তবে ফেইসবুকে যখন কেউ আপনার আইডির এক্সেস পাওয়ার উদ্দেশ্যে সন্দেহজনক মেসেজ বা লিংক শেয়ার করে এবং আপনার কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে চায় এটাকেও ফিশিং হিসেবে বিবেচনা করা হয়।
যদি আপনি ফিশিং এর শিকার হোন তাহলে নিচের ইমেইল বরাবর ফেসবুক কে রিপোর্ট করুনঃ phish@fb.com
ইমেইল করার পর ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ফিডব্যাক পেতে পারেন।
নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে