Preloader
img

80/20 Rules - ৮০/২০ রুলস

80/20 Rules

৮০/২০ রুলস একটি সোস্যাল মিডিয়া কন্টেন্ট প্লানিং বা কৌশল। এটি একটি খুবই কার্যকরী রুলস অর্থাৎ ২০% ইনপুট দিয়ে ৮০% আউটপুট পাওয়া যায় 🔥

আপনার সোস্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে ৮০/২০ রুলস ব্যবহার করতে পারেন।সবচেয়ে বেশি ব্যবহার করতে পারেন আপনার ফেইসবুক বিজনেস পেইজে পোস্ট এর ক্ষেত্রে।

মনে রাখবেন, মানুষ সোস্যাল মিডিয়ায় সবসময় আপনার এড বা সেল পোস্ট দেখার জন্য আসে না। তারা আসে নেটওয়ার্কিং তৈরি করতে, বিনোদন বা একটু হাসি পাওয়ার জন্য, ভালো কিছু দেখার জন্য, শিক্ষণীয় কিছু দেখার জন্য, অনুপ্রেরণামূলক কিছু দেখার জন্য কিংবা এমন কিছু ইনফরমেশন চাই যা তাদের পার্সনাল ডেভেলপমেন্ট করে, তাদের ব্যবসার জন্য উপকারী কিংবা তাদের জীবন বদলে দেয়।

আপনার বিজনেস ক্যাটাগরির সাথে সামঞ্জস্য রেখে ৮০% পোস্ট করুন করতে পারেন বিভিন্নভাবে। যেমনঃ ব্লগ পোস্ট, টিপস, নেটওয়ার্কিং পোস্ট, বিনোদনমূলক পোস্ট, অনুপ্রেরণামূলক পোস্ট, শিক্ষণীয় পোস্ট, তথ্য মূলক পোস্ট যা আপনার সম্ভাব্য কাস্টমারের কাজে আসতে পারে। এছাড়া ভিডিও পোস্ট, পোল পোস্ট, ইন্ড্রাস্ট্রি নিউজ ইত্যাদিও পোস্ট করতে পারেন।

২০% পোস্ট করুন প্রমোশনাল। যেমনঃ কল টু একশন বাটন ব্যবহার করে, স্পেশাল অফার, সিজনাল অফার, কুপন, ফ্লাশ সেল, ব্ল্যাক ফ্রাইডে, সেল পোস্ট, সাইক্লোন অফার, কাস্টমাইজ অফার ইত্যাদি।

সারমর্ম হচ্ছে ৮০% ভালো কন্টেন্ট পোস্টের মাধ্যমে আপনার অডিয়েন্সকে আপনার বিজনেসের প্রতি আগ্রহ ও বিশ্বাস স্থাপন করে ২০% অফার পোস্ট বা সেল পোস্টের প্রতি এনগেজড করা।

তবে ৮০% বা ২০% যাই পোস্ট করুন না কেন, তা অবশ্যই আপনার বিজনেস রিলেটেড কন্টেন্ট হতে হবে। অথবা আপনি চাইলে মাঝে মধ্যে করোনা রিলেটেড নির্দেশনা পোস্টও দিতে পারেন।

নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে