Preloader
img

কমেন্ট ব্লক হলে কী করবেন?

কমেন্ট ব্লক হলে কী করবেন? এবং কেন কমেন্ট ব্লক হয়?

ফেইসবুক প্রোফাইল, গ্রুপ ও পেইজে অনেক সময় অনেকেরই কমেন্ট ব্লক হয়। অর্থাৎ কোথাও কমেন্ট করতে পারে না। এই সমস্যা বেশ কয়েকজন ইনবক্সে নক করেছেন, পোস্ট করেছেন, কমেন্টে জানতে চেয়েছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

কমেন্ট ব্লক হয় সাধারণত কিছু কারণেঃ

- রিপিট কমেন্ট করলে

- irrelevant or inappropriate কমেন্ট করলে

- কেউ রিপোর্ট করলে

- গ্রুপ থেকে সাসপেন্ড করলে

- কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি ভায়োলেন্স হলে

বাঁচার উপায়ঃ

- অতিরিক্ত রিপিট কমেন্ট না করা

- আপাতত ফেইসবুকে cache & cookies ডিলেট করতে পারেন

- ফেইসবুক এপস থেকে লগআউট করে আবার আনইন্সটল করে ইনস্টল করুন

- এপস আপডেট না থাকলে আপডেট করতে পারেন

- ঠিক হতে ২৪-৪৮ ঘন্টা সময় লাগতে পারে, তাই অপেক্ষা করুন

- ঠিক না হলে ফেইসবুক বরাবর রিপোর্ট করুন

- শালীন ভাষায় কমেন্ট করুন। মনে রাখবেন ফেইসবুক কিন্তু এখন বাংলা বুঝে 😀

নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন ও জয়েন করতে পারেন আমাদের অফিশিয়াল গ্রুপে এখানে