ফেইসবুক বিজনেস ম্যানেজার ও এডস ম্যানেজারে যেভাবে সুযোগ-সুবিধা পাবেন
ফেইসবুক থেকে কীভাবে সুযোগ সুবিধা পাবেন আপনার বিজনেস ম্যানেজারে ও এডস ম্যানেজারে ?
ফেইসবুক বিজনেস ম্যানেজার ও এডস ম্যানেজারের অনেক কিছু ইন্টারনাল পলিসি আছে যা সচারাচর কোথাও বলা হয়নি। আমি এর আগে বিজনেস ম্যানেজার ব্যবহারের খুবই গভীরের কিছু ইনফরমেশন শেয়ার করেছিলাম।কমেন্ট বক্সে পোস্ট লিংক দিচ্ছি।
তাহলে কীভাবে কাজ করলে আপনার বিজনেস ম্যানেজারে ও এডস ম্যানেজারে ফেইসবুক থেকে সুযোগ সুবিধা পাবেন:
১. ভেরিফাইড প্রোফাইল থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আইডেন্টিটি ভেরিফাইড।
২. এড একাউন্ট ব্যবহার করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে, কোনভাবেই কোন পেমেন্ট ফেইল হওয়া যাবেনা।
৩. যেকোনো এড একাউন্ট এর শুরুতে থ্রেসহোল্ড থাকে ২ ডলার। তবে সমস্যা নাই, আপনার যত দ্রুত খরচ হবে এই লিমিট বাড়তে থাকবে। কিন্তু কোন ধরনের ফেইল পেমেন্ট থাকা যাবে না।
৪. টানা ১ সপ্তাহ যদি কোনরকম ফেইল ছাড়া পেমেন্ট করতে থাকেন তাহলে আপনার বিজনেস ম্যানেজারে এড একাউন্ট লিমিট ১ টা থেকে বেড়ে ৩টা হবে। এটা পরবর্তীতে আপনার খরচের উপর নির্ভর করে বাড়তে থাকবে।
৫. নিয়মিত পিউর পেমেন্ট করতে থাকলে খুব দ্রুত সময়ে আপনার একাউন্টে "বিজনেস ভেরিফাইড " করার জন্য নোটিফিকেশন আসবে। এতে আপনি খুব সহজেই আপনার লিগাল ডকুমেন্টস দিয়ে বিজনেস ভেরিফাইড করতে পারবেন।
৬. এরকম পিউর এক্টিভিটি থাকলে আপনার এড একাউন্টে পেমেন্ট লিমিট বিশাল হয়ে যাবে এবং ফেইসবুক থেকে খুবই মূল্যবান টিপস ও ট্রিক পাবেন।
৭. সবসময় এডস ম্যানেজারের পেমেন্ট সেকশনে নজর রাখতে হবে অর্থাৎ বিলিং তারিখ কবে, থ্রেসহোল্ড কবে শেষ হচ্ছে ইত্যাদি চেক করতে হবে। যাতে আপনি প্রিপারেশন নিয়ে ভালোমতো পেমেন্ট করতে পারেন
৮. এভাবে ফলো করলে সর্বোপরি আপনার এড একাউন্ট ও বিজনেস ম্যানেজারের হেলথ ভালো থাকবে। ফেইসবুক থেকে ডেডিকেটেড সাপোর্টও পাবেন।
কিন্তু আমরা এত সহজ ও সোজা কাজ গুলো না করে আনপ্রফেশনাল এক্টিভিটি করি। যার ফলে প্রতিদিন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়।
বিজনেস ও ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিয়মিত টিপস ও আপডেট পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন এবং জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে
আপনার অনলাইন ও ফেইসবুক এডস নিয়ে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি নিতে পারেন এখানে