Preloader
img

KISS নীতি

KISS

শব্দটি দেখে অনেকে বিভিন্নভাবে চিন্তা করেছেন হয়তো। শেখার প্লাটফর্মে শিখার বিষয় নিয়েই আলোচনা হবে চিন্তা করিয়েন না

KISS মানে Keep It Simple, Stupid !

এটি একটি পরীক্ষিত নীতি যা ১৯৬০ সালে আমেরিকার Kelly Johnson প্রথম প্রকাশ করেন। এই নীতির মূল তত্ত্ব হলো,

আমাদের দৈনন্দিন জীবনে অনলাইন বা অফলাইনে যেকোনো কাজের ক্ষেত্রে কিছু সিস্টেম বেশ ভালো কাজ করে যদি আমরা তা সিম্পল(simple) রাখতে পারি। অন্যভাবে বলতে গেলে, কোনো কাজ বা সিস্টেমকে জটিল কিংবা সময়সাপেক্ষ করা উচিত নই যদি এটা সহজভাবে করা যায়। সহজভাবে সম্পাদন করা যায় এমন সিস্টেমকে যদি জটিল (Complicated) করতে যান তাহলে এর ভালো ফলাফল না পাওয়ার সম্ভাবনা আছে।

KISS নীতি অনুযায়ী,

simplicity is the key goal when designing or doing something. We should avoid complexity.

কিসস নীতি একটি ব্যাখ্যামূলক নীতি এবং এটি দুটি জিনিসকে স্বীকৃত দেয়-

১.অডিয়েন্স, যারা প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করে এবং তারা সাধারণত চাই যে, এই জিনিসটা সিম্পল হোক, এই কাজটা সহজ হোক। অর্থাৎ সহজে শেখা ও ব্যবহার করা যায়।

২. কোম্পানি বা প্রতিষ্ঠান যারা প্রোডাক্ট বা সার্ভিস প্রদান করে যেখানে একজন মানুষ সহজভাবে প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ করে উপকৃত হতে পারে। যেহেতু এটি সময় ও ব্যয় হ্রাস করে।

উদাহরণ স্বরুপ, আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর প্রবেশ করলো। সে দেখলো যে আপনার ওয়েবসাইটের ডিজাইন বেশ জটিল এবং সে তার কাংখিত প্রোডাক্ট বা সার্ভিস খুঁজে পাচ্ছে না। যার কারনে উক্ত ইউজার খুব দ্রুত আপনার সাইট ত্যাগ করবে।

বিশেষজ্ঞেদের মতে, ওয়েবসাইট বা যেকোনো পেইজ বা কন্টেন্ট এর Average Attention Span time ৭-১০ সেকেন্ড। এই সময়ের মধ্যে আপনার সম্ভাব্য কাস্টমার বা ভিজিটরকে কাংখিত প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে হবে।

তাই আপনার অনলাইন বা অফলাইন ব্যবসায় KISS - Keep It Simple Stupid নীতি প্রয়োগ করতে পারেন, সেটা ফেসবুক বিজনেস হোক, ওয়েবসাইট বিজনেস হোক কিংবা অফলাইন বিজনেস হোক সবখানে এই নীতি প্রয়োগ করতে পারবেন।

নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন ও জয়েন করতে পারেন আমাদের অফিশিয়াল গ্রুপে এখানে

আপনার বিজনেস এর মার্কেটিং সাপোর্ট পেতে মেসেজ করতে পারেন এখানে এবং ফেইসবুকের যেকোনো ইস্যু নিয়ে কনসালটেন্সি নিতে পারেন এখানে