Preloader
img

সন্দেহজনক লিংকে ক্লিক করলে শেষ!

সন্দেহজনক লিংকে ক্লিক করলে শেষ!

সোস্যাল মিডিয়াসহ আরো বিভিন্ন প্লাটফর্মে আমাদের সামনে কিছু লিংক চলে আসে বা অনেকে শেয়ার করে থাকেন। এতে অনেকে সাতপাঁচ না ভেবেই লিংকে ক্লিক করে ফেলি।যার দরুন আপনার পার্সনাল ডাটা হ্যাকারদের হাতে চলে যাবে এবং তারা এসব তথ্য বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে। যেমন কিছু বাস্তব উদাহরণঃ

  • “স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকাশে টাকা দেওয়া হচ্ছে" এই টাইপের লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন (শুধু মাত্র অফিশিয়াল নোটিস ছাড়া)
  • "রোজা উপলক্ষে রাষ্ট্রপতি সবাইকে এত টাকা করে দিচ্ছে, আমিও পাইছি " এই টাইপের লিংক থেকে বিরত থাকুন।
  • দারাজ আইফোন বা লেপটপ দেওয়া। তাই ৫জনকে শেয়ার করুন।
  • "অমুকে বিকাশে এত টাকা দিচ্ছে। আমি এই মাত্র পেলাম, আপনি পেতে পারেন। তাই লিংকে ভিজিট করুন " ভুলেও ক্লিক করবেন না।
  • আপনার পেইজ ডিলেট হয়ে যেতে পারে তাই ডিলেট না হতে চাইলে নিচের লিংকে সাবমিট করুন।
  • "ঈদ উপলক্ষে, বিভিন্ন উৎসব উপলক্ষে বিলগেটস, মার্ক জাকারবার্গ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এত টাকা করে বিকাশে দিচ্ছে,তাই লিংকে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন " এসব পোস্ট বা লিংক থেকে বিরত থাকুন।

যারা নতুন ফেসবুকে এসেছেন কিংবা ফেসবুক আগে থেকে ব্যবহার করে থাকলেও এসব ব্যাপারে জানা থাকলে কোনো অপরিচিত লিংকে ক্লিক করবেন না।

অনেকে omg লিংকগুলোতে ক্লিক করে নিজের ভবিষ্যৎ দেখার জন্য। অর্থাৎ ঠিক একবছর পর আপনি কী হবেন? আপনার জীবন সঙ্গী কে হবে? ইত্যাদি।লিংকগুলো থার্ড পার্টি লিংক। এসব লিংকে ক্লিক না করাই বেটার। এরা আপনার ডাটা নিয়ে অন্য কোথাও ব্যবহার করলে এক্ষেত্রে ফেসবুক দায়ী থাকবে না। আপনার একাউন্টকে সিকিউর রাখতে এসব লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।

অথোরাইজড ও পরিচিত লিংকে ভিজিট করতে পারেন। উদাহরণ স্বরুপঃ Prothomalo. com, jamunatv. com, google. com, ইত্যাদি।

সত্যি বলতে, সরকার কর্তৃক কোনো অনুদান বা বিকাশে টাকা দিলে এটা সকল দেশীয় পত্রিকা ও টিভি চ্যানেলে ভাইরাল হতো। তাই ভুলেও না জেনে অপরিচিত লিংকে ক্লিক করবেন না।এতে আপনার আইডির ক্ষতি হতে পারে।

নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন ও জয়েন করতে পারেন আমাদের অফিশিয়াল গ্রুপে এখানে

আপনার বিজনেস এর মার্কেটিং সাপোর্ট পেতে মেসেজ করতে পারেন এখানে এবং ফেইসবুকের যেকোনো ইস্যু নিয়ে কনসালটেন্সি নিতে পারেন এখানে