ফেইসবুকে ছবি, ভিডিও পোস্ট সংক্রান্ত সমস্যা
ফেইসবুকে ছবি, ভিডিও পোস্ট সংক্রান্ত সমস্যা
অনেকের অভিযোগ পোস্ট করার সময় UPLOADING ERROR, FACEBOOK UPLOAD FAILED এরকম সমস্যা হচ্ছে।
কিছু কথা,
ফেইসবুকের অগ্রযাত্রার এক দশকের কাছাকাছি হয়ে যাচ্ছে।ফেইসবুক তাদের সার্ভিস, সিস্টেম ও ফিচার নিয়ে প্রতি মাসে কিছু না কিছু আপডেট বা পরিবর্তন নিয়ে আসে। আপনি ফেইসবুকের অফিশিয়াল নিউজ ওয়েবসাইটে ভিজিট করলে জানতে পারবেন। এখনও অনেকেই আছেন বিজনেস করতেছে কিন্তু কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে ফেইসবুক ব্যবহার করতে হয় এটা জানে না এবং এগুলো শিখতেও চাই না। উনারা শুধু মাত্র সেল চাই অর্থাৎ পোস্ট করবে আর সেল হবে এটাই
ফেইসবুকে ছবি, ভিডিও পোস্টের ক্ষেত্রে
সমস্যার কারণঃ
- ফেইসবুকে অতিরিক্ত এক্টিভিটির ফলে এরকম হতে পারে
- অতিরিক্ত শেয়ার, অতিরিক্ত লাইক কমেন্ট, অতিরিক্ত ছবি আপলোড
- কপি কন্টেন্ট বা অন্যের ছবি বা ভিডিও আপলোডের ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে ( কারণ ফেইসবুকের Ai সিস্টেম ও Fact-checkers সিস্টেম খুব দ্রুত সময়ে এসব ব্যবস্থা নিয়ে থাকে)
- বড় সাইজের ছবি আপলোডের ক্ষেত্রে। যেমন: ফেইসবুকের রিকমেন্ডেশন অনুযায়ী ১৫ এমবির নিচে ছবি আপলোড করতে হবে।
- মাল্টিপল টাইমস কপিরাইট ক্লেইম হওয়ার কারণেও হয়ে থাকে এরকম সমস্যা। এক্ষেত্রে support inbox চেক করুন
- Abusive Content পোস্টের কারণে সাময়িকভাবে কিছু ফিচার থেকে ফেইসবুক আপনাকে ব্লক করলে এরকম সমস্যা হতে পারে।
- সর্বোপরি ফেইসবুক বাগস এর কারণেও এই ধরনের সমস্যা হতে পারে।
সমাধানঃ
- আপনার আইডিতে যদি কোন ধরনের কপিরাইট ইস্যু বা পলিসি ভায়োলেশন ইস্যু থাকে তাহলে Support inbox চেক করে দ্রুত আপিল করুন
- ফেইসবুক এপস ( অফিশিয়াল) আপডেট না থাকলে আপডেট করুন
- অথবা এপস আন ইন্সটল করে আবার নতুন করে ইনস্টল করতে পারেন।
সমাধানঃ২
- মোবাইল সেটিংস এ যেতে পারেন।
- এরপর Apps এ যাবেন এবং Facebook সিলেক্ট করুন
- Storage & Cache তে গিয়ে ফেইসবুক এপস এর Cache ডিলেট করুন। যদি প্রবলেম না হয় ডাটাও ডিলেট করতে পারেন তবে ভেবেচিন্তে।
- চাইলে এপস নতুন ইনস্টল করতে পারেন
- এরপর মোবাইল রিস্টার্ট করতে পারেন।
- নতুন করে লগইন করুন।
- আশাকরি সমাধান হয়ে যাবে।
তবে আপনার মোবাইলের স্টোরেজ অবশ্যই পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। আপনার এন্ড্রয়েড সিস্টেম আপডেট ভার্সন থাকলে ভালো। যদি এরপরেও না হয় তাহলে হয়তো আপনি পোস্ট টা ভালো করে পড়েন নাই বা স্টেপ গুলো ভালোভাবে করেন নাই। অথবা আপনি চাইলে সকল প্রকার এক্টিভিটি থেকে ২৪ ঘন্টা বিরতি নিয়ে এরপর চেষ্টা করতে পারেন
নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে