Preloader
img

Why do people shop locally?

WHY DO PEOPLE SHOP LOCALLY?

কেন একজন কাস্টমার লোকাল শপ থেকে কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে?

সময়ের পরিবর্তনে মানুষের mode of purchasing প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তারমধ্যে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন শপিং যেটা আপনারা সকলেই জানেন। ফেইসবুক বিজনেস টিমের সার্ভে অনুযায়ী, একজন মানুষ গড়ে মাসে ৭টি আশেপাশের লোকাল শপ গুলো ভিজিট করে। এবং তাদের মাসিক আয়ের ৪০-৫৫% লোকাল শপ থেকে প্রোডাক্ট বা সার্ভিস কিনতে ব্যয় করে।

তাহলে মানুষ কেন লোকাল শপের প্রতি এত আগ্রহী, এ বিষয়ে মেটা রিসার্চ করে কিছু রিপোর্ট তৈরি করেছেন। মেটা (ফেইসবুক) এর রিপোর্ট অনুযায়ীঃ

  • ৮৭% কাস্টমার বলেন, "বিশ্বাস ও সিকিউরিটির" জন্য তারা লোকাল শপ থেকে কেনাকাটা করে।
  • ৫২% কাস্টমার বলে, প্রোডাক্ট বা আইটেম সহজে রিটার্ন করা যায়।
  • ৫০% কাস্টমার বলে, তারা দেখেশুনে প্রোডাক্ট কিনতে পারে।
  • ৪০% কাস্টমার বলেন, লোকাল শপগুলো তাদের খুবই বাজেট ফ্রেন্ডলি অফার প্রদান করে এবং কাস্টমার ফ্রেন্ডলি সার্ভিস প্রদান করে।

তাহলে আপনিও আপনার ব্যবসায় উপরিউক্ত পয়েন্ট নিয়ে কাজ করতে। উপরের ডেটাগুলো ফেইসবুক বিজনেস টিমের সার্ভে রিপোর্ট থেকে নেওয়া।

নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে